Header Ads Widget

Responsive Advertisement

BANGLADESH

 

নাটোরে গৃহবধূকে ধর্ষণে জড়িত অভিযোগে আটক ইউনিয়ন যুবদল সদস্য





নাটোরে গৃহবধূকে ধর্ষণে জড়িত অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নাটোরের সিংড়ায় ধর্ষণের ঘটনাটি ঘটেছে। আজ বুধবার অভিযান চালিয়ে পুলিশ ওই ছয় ব্যক্তিকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিংড়ার একটি ইউনিয়ন যুবদল সদস্য নাজমুল হোসেন, রাকিব হোসেন, গোপাল চন্দ্র, মমিন হোসেন, মো. বুদ্দু ও শহিদুল ইসলাম। তাঁরা সবাই সিংড়া উপজেলার বাসিন্দা।

সিংড়া থানা সূত্রে জানা যায়, সিংড়ার একটি গ্রামের বাসিন্দা তাঁর স্ত্রীকে টাকার বিনিময়ে অনৈতিক কাজ করাতেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে আটক হওয়া রাকিব হোসেনের সঙ্গে ওই গৃহবধূর স্বামীর সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে অনৈতিক কাজের চুক্তি হয়। চুক্তি মোতাবেক মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর স্ত্রীকে নিয়ে গিয়ে রাকিব হোসেনের কাছে পৌঁছে দেন। রাকিব ওই গৃহবধূকে এক পোশাকশ্রমিকের ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। তিনি চলে যাওয়ার পর রুহুল আমিন নামের এক যুবক একই স্থানে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। তিনি ওই গৃহবধূকে গোপাল চন্দ্র নামের এক গ্রাম পুলিশের হেফাজতে রেখে চলে যান। রাত দুইটার দিকে নাজমুল ইসলাম, মোমিন হোসেন ও সাদ্দাম হোসেন হঠাৎ ওই ঘরে গিয়ে গোপাল চন্দ্র ও ওই গৃহবধূকে বিবস্ত্র অবস্থায় আটক করেন। তাঁরা তাঁদের ছবি ও ভিডিও ধারণ করেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ১০০ টাকার নন–জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে তাঁদের স্বাক্ষর নেন। পরে ওই গৃহবধূকে তুলে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ভোরে ওই গৃহবধূর স্বামী ও তাঁর এক বন্ধু তাঁকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

বুধবার সকালে ভুক্তভোগী গৃহবধূ ধর্ষণের অভিযোগে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দিনভর অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে। রাত আটটা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।


আটক নাজমুল হোসেন সিংড়ার একটি ইউনিয়ন যুবদলের সদস্য বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাদির আলিম। তিনি বলেন, ‘ঘটনাটি শুনেছি, যদিও বিষয়টি ব্যক্তিগত, তবু এ ব্যাপারে মামলা হলে নাজমুলের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিংড়া থানার পরিদর্শক আকবর আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী আটজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে। বাকি দুজনকে ধরার চেষ্টা চলছে।

























সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি

নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ   ফাইল ছবি


 সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি যথাযথভাবে পালন করাসহ ১২ দফা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আচরণবিধি লঙ্ঘন করে সেবাগ্রহীতাকে হয়রানি করা হলে বা আর্থিক লেনদেন করলে, ওই কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনার শেষ দফায় উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ভবনের সম্মেলনকক্ষে সুপ্রিম কোর্টে কর্মরত সহকারী রেজিস্ট্রার থেকে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন প্রধান বিচারপতি। সেখানেই তিনি এসব দিকনির্দেশনা দেন। দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আধ ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে ৪০ কর্মকর্তা অংশ নেন।


প্রধান বিচারপতির দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে দায়িত্ব পালনের ক্ষেত্রে আচরণবিধি (কোড অব কনডাক্ট) যথাযথভাবে পালন, দায়িত্ব পালনের সময় সব ধরনের আর্থিক লেনদেন বর্জন, সেবাগ্রহীতাকে দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করা, সেবাগ্রহীতাদের হয়রানি না করা, সেবাগ্রহীতাদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করা, প্রতিটি শাখায় প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করা ও কোনো কাজ ফেলে না রাখা, প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার তাঁদের দায়িত্বপ্রাপ্ত শাখার কার্যক্রম সম্পর্কে নিজ নিজ অতিরিক্ত রেজিস্ট্রারদের নিয়মিত অবহিত করবেন।

এ ছাড়া এসব নির্দেশনা ঠিকভাবে মেনে চলা হচ্ছে কি না, তা তদারকির কথা উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, প্রতি চার সপ্তাহ পরপর অতিরিক্ত রেজিস্ট্রাররা মনিটরিং কার্যক্রম ফলাফল সম্পর্কে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও রেজিস্ট্রারের (বিচার) কাছে প্রতিবেদন দেবেন।

যদি কোনো কর্মকর্তা-কর্মচারী আচরণবিধি ও উল্লিখিত নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনো সেবাগ্রহীতাকে হয়রানি করেন বা আর্থিক লেনদেন করেন, তাহলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনার শেষ দফায় উল্লেখ করা হয়েছে।

বক্তব্যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে আসা বিচারপ্রার্থীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তাঁদের দাপ্তরিক কর্তব্য পালনের ক্ষেত্রে আপিল ও হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রুলস, বিভিন্ন সময়ে জারি করা প্র্যাকটিস ডাইরেকশন, সার্কুলার ও অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন। পাশাপাশি বিচারপ্রত্যাশী ও তাঁদের নিযুক্ত আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার ও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে সুপ্রিম কোর্ট সেবা প্রদানের উৎকর্ষতায় অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় আদর্শ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্য অনুসারে, বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৮টি শাখা ও আপিল বিভাগে ১৯টি শাখা রয়েছে। একজন রেজিস্ট্রার জেনারেল, তিনজন রেজিস্ট্রার, চারজন অতিরিক্ত রেজিস্ট্রার, একজন স্পেশাল অফিসার, ১২ জন ডেপুটি রেজিস্ট্রার, ২০ জন সহকারী রেজিস্ট্রারসহ বিভিন্ন কোর্ট ও শাখায় মোট ২ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী সুপ্রিম কোর্টে কর্মরত রয়েছেন।










 

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি হত্যা মামলা

শেখ হাসিনাফাইল ছবি



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ-সংঘাতে মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১১৯টি হত্যা মামলা হলো।

এর বাইরে হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ১১টি মামলা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে মামলা হলো ১৩০টি।

সর্বশেষ ছয় হত্যা মামলার অভিযোগ প্রায় একই রকম। এসব অভিযোগের মূল কথা হলো, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে শেখ হাসিনাসহ অন্যদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি করেন। এতে নিম্নে বর্ণিত ছয় ব্যক্তি মারা যান।


ছয় মামলার মধ্যে আক্কাস আলী নামের এক যুবককে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১১৫ জনের বিরুদ্ধে বুধবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।  

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আক্কাস আলী যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দেশি অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

জিহাদ হোসেন (২২) নামের এক তরুণকে হত্যার অভিযোগে বুধবার শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ ৮২ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আরেকটি মামলা হয়। মামলায় জিহাদের বাবা লিখেছেন, গত ১৯ জুলাই বিকেল চারটার দিকে যাত্রাবাড়ীর শনিরআখড়া পদচারী–সেতুর কাছে গুলি করে জিহাদ হোসেনকে হত্যা করা হয়। মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, আওলাদ হোসেন, মশিউর রহমান সজলকেও আসামি করা হয়েছে।

সাকিব হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৪২ জনের বিরুদ্ধে গত সোমবার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় বলা হয়, গত ১৮ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগ ও পুলিশ সদস্যরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। তখন সাকিবসহ কয়েকজন গুরুতর জখম হন। পরে সাকিব মারা যান।

মিরপুরে মুত্তাকিম বিল্লাহ নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে বুধবার আরেকটি হত্যা মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মুত্তাকিম বিল্লাহর ভাই শিহাবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০–এ কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে অংশ নেন মুত্তাকিম বিল্লাহ। পরে মিছিলে এলোপাতাড়ি গুলি করা হয়। তখন মুত্তাকিম বিল্লাহ গুলিবিদ্ধ হন। পরে ২০ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজধানীর উত্তরা এলাকায় হাফেজ সাদিকুল ইসলামকে (২১) হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে বুধবার মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই উত্তরার ৯ নম্বর সেক্টরের আধুনিক মেডিকেলের পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান হাফেজ সাদিকুল।

ঢাকার বাইরে ফেনীতে বুধবার আরও একটি হত্যা মামলা হয়েছে। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, লে. কর্নেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারীসহ ১৬২ জনকে আসামি করা হয়েছে।


বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ না জানানো পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত: ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূসফাইল ছবি


 ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয়লাভের চেষ্টা করছেন।

ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ড. ইউনূস। আজ বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত।

শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করলেন। ওই সব বিবৃতিকে ‘অবন্ধুসুলভ’ বলে আখ্যায়িত করেন তিনি।























Map of Bangladesh [17] showing divisions and districts (red arrow pointing to study location).


About

Description

Bangladesh, to the east of India on the Bay of Bengal, is a South Asian country marked by lush greenery and many waterways. Its Padma (Ganges), Meghna and Jamuna rivers create fertile plains, and travel by boat is common. On the southern coast, the Sundarbans, an enormous mangrove forest shared with Eastern India, is home to the royal Bengal tiger. ― Google
Capital: Dhaka
Currency: Bangladeshi Taka
Official language: Bengali
Population: 171.2 million (2022) World Bank
Dialing code: +880
Prime minister: Sheikh Hasina



Post a Comment

0 Comments